নিজস্ব সংবাদদাতা: আগামীকাল ২১ জুলাই পালন করছে তৃণমূল কংগ্রেস। আর তার ২ দিন আগে থেকেই কলকাতায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসতে শুরু করেছেন। এই ব্যাপারে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর যাদের শহিদ করেছেন তাঁদের পরিবারকেও নিয়ে আসতে হবে। সংখ্যা তাতে বাড়বেই'। 'যত খুন বাড়ছে, তত শহিদ দিবস হচ্ছে', কটাক্ষ দিলীপ ঘোষের।