রাজনীতির ব্যবসায়ী মমতা, অনেক ইতিহাস আছে! কড়া ভাষায় আক্রমণ দিলীপের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে দ্য কেরালা স্টোরি ব্যান করে দেওয়ার পর থেকে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। এবার এই নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
dilipmam

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সকালে ইকোপার্কে (Eco Park) প্রাতঃভ্রমনে বেরিয়ে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পদ্মাবত ছবি আটকে দেওয়ার সময় সোচ্চার ছিলেন মমতা। তিনি দ্য কেরালা স্টোরি (The Kerala Story) কেন ব্যান (Ban) করলেন এই প্রসঙ্গে দিলীপ বলেন যে অনেক ইতিহাস আছে। মমতা জামাকাপড় পাল্টানোর মতো সকাল বিকেল নাকি মত পাল্টান। এরপরেই তাঁকে রাজনীতির ব্যবসায়ী বলে কটাক্ষ করলেন দিলীপ। বলেন যে শিল্পীরা যাঁরা তাঁর সঙ্গে মঞ্চ আলো করে বসে থাকেন, গান করেন, নাচেন তাঁরা চুপ করে আছেন শুধুমাত্র পেটের দায়ে। 'একজন বাঙালি অন্য রাজ্য নিয়ে সিনেমা করেছে। যেই ভোট নষ্ট হওয়ার ভয় ওমনি সেটা বন্ধ', দাবি দিলীপের।