নিজস্ব সংবাদদাতা: রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'নিরাপত্তা জিনিসটা অনেকদিন আগেই বাংলা থেকে উঠে গিয়েছে। জীবনের সুরক্ষা নেই, সম্পত্তি, দোকান, মহিলাদের সুরক্ষা নেই। পুরোপুরি কোলাপসড হয়ে গিয়েছে এখানকার আইন-কানুন। মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিয়ে, গালাগালি দিয়ে নিজের দায়িত্ব শেষ করছেন। সাধারণ মানুষের দিনের পর দিন যে ভয়ানক অবস্থা হচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই, রেপ, মার্ডার নিয়মিত বাড়ছে। আমি জানি না কে কাকে নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে। সেটা ওদের ব্যাপার। সিবিআই নিয়ে যায়নি। ব্যাস, এটাই যথেষ্ট। কী করবেন মেসেজ এসেছে তো, উনি কি এবারে বাঁচাতে পারবেন যদি গ্রেফতার করে? হয়তো সময় ঘনিয়ে এসেছে। শুধু অভিষেক একা কেন, অনেককেই ভিতরে যেতে হবে। সেটা উনি প্রত্যক্ষভাবে বুঝতে পারছেন। আমার মনে হয় এই বছর শেষ হতে হতে অনেক কিছু ঘটে যেতে পারে'।