নিজস্ব সংবাদদাতা: প্রাথমিকে নিয়োগ মামলায় (TET SCAM) ইডির (ED) চার্জশিটে আরো এক পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ‘ঘনিষ্ঠ’র নাম। ইডি জানায় যে সন্তু গঙ্গোপাধ্যায় (Santu Gangopadhyay) নামে ওই এজেন্ট থাকে বেহালায়। পার্থের ‘ঘনিষ্ঠ’ সন্তুর কাছে বারবার জমা পড়েছে নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা। এমনটাই দাবি করলো ইডি তার চার্জশিটে (Chargesheet)। অয়ন শীল (Ayan Shil) জানিয়েছেন, ২০১২ এবং ২০১৪ সালের টেট পরীক্ষার্থীদের থেকে নিয়োগের মূল্য বাবদ ৪৫ কোটি টাকা নিয়ে অয়ন দিয়েছিলেন বেহালার সন্তুকে। কুন্তলই তাঁকে নির্দেশ দেন সেটা করতে। আবার ৬০ লক্ষ টাকা তিনি দেন কুন্তলকে। এবার প্রশ্ন এটাই যে সমস্ত টাকা সন্তু মারফত পার্থের কাছে কি পৌঁছেছিল? চার্জশিটে এটা নিয়ে কোনও জবাব দেয়নি ইডি।