নিজস্ব সংবাদদাতা: সংসদ ভবনে পৌঁছল প্ল্যাকার্ড। দাবি, জেল থেকে রেহাই করতে হবে তিন পশ্চিমবঙ্গের মন্ত্রীকে। প্রস্তুতি শুরু ধরনার।
প্রসঙ্গত, ২০২২ সালের ২২ জুলাই তৎকালীন শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শিক্ষায় নিয়োগ দুর্নীতির অভিযোগে ২৩ জুলাই গ্রেফতার করা হয় তৃণমূলের মহাসচিবকে। এরপর ওই বছরের ১১ অগস্ট সকালে বীরভূমের বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে হানা দিয়ে তল্লাশি অভিযান চালিয়ে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় বীরভূম জেলা তৃণমূলের সভাপতিকে। সবশেষে রেশন বণ্টন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন বর্তমান বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।