নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের আইটি সেলের প্রধান তীব্র ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু ঘোষকে। তিনি টুইট করে বলেন, "মুখেই মারিতং জগৎ! না শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, না খাদ্যে দুর্নীতি, কোনোটাই এখনো কিনারা করতে পারেনি সিবিআই। তারই মধ্যে আবার নতুন তত্বের আমদানি করে বাজার গরম করার বৃথা চেষ্টা! শুভেন্দু বাবু আজ অবধি যা যা অভিযোগ করেছেন তার ১%-ও প্রমাণ করতে পারেননি। মানুষ এখন তার কথা আর বিশ্বাস করেন না। শিক্ষা, খাদ্য নিয়ে কুকথা বলে ১৮ থেকে কমে ১২! স্বাস্থ্য নিয়ে বুঝে মুখ খুলবেন, আশা রাখব!"
এদিন শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, নিয়োগ-রেশন কেলেঙ্কারির থেকেও বড়, স্বাস্থ্য দফতরের বড় অংশ রাজ্যের বিভিন্ন হাসপাতালে এই দুর্নীতির সঙ্গে জড়িত। শুধু আর জি কর মেডিক্যাল নয়, স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যজুড়ে বড়সড় দুর্নীতি হয়েছে'। এই মন্তব্যেরই তীব্র প্রতিবাদ করেন দেবাংশু ভট্টাচার্য। তবে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির একাধিক অভিযোগ পাওয়া গিয়েছে। আরজি করে দুর্নীতির তদন্ত করতে গিয়ে ইতিমধ্যে সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করেছে। ইডি আজকে রাজ্য জুড়ে অভিযান চালিয়েছে। সন্দীপ ঘনিষ্ঠ হিসেবে পরিচি প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করেছে। তাঁকে নিয়েই ইডি সন্দীপ ঘোষের বাংলোতে তল্লাশি অভিযান চালিয়েছে।