নিজস্ব সংবাদদাতা: দেবের ‘বাঘাযতীন’ আর বিক্রমের ‘শহরের উষ্ণতম দিনে’ এখন টলিপাড়ার সবচেয়ে হিটলিস্টের মধ্যে রয়েছে। একটি সিনেমা এখনও মুক্তি পাইনি, কিন্তু মানুষের মন জয় করেছে ইতিমধ্যেই। অন্যদিকে আরেকটি ছবি মুক্তি পেয়ে এনেছে ভালোবাসার উষ্ণতা। আর এমনই মুহুর্তে দুজন স্টারই ভাগ করে নিলেন নিজেদের মনের কথা।
একই দিনে শহরে শুরু হল দুটি ছবির শ্যুটিং। জানিয়ে দিলেন অভিনেতারাই। সোশ্যাল মিডিয়ায় দেব জানিয়েছেন, ‘আজ থেকে শুরু হল নতুন ছবি ‘প্রধান’-এর শ্যুটিং’।
অন্যদিকে, ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করে বিক্রম চক্রবর্তী লিখেছেন, আজ থেকে শুরু হল তাঁর নতুন ছবি ‘অমরসঙ্গী’-র শ্যুটিং। এই ‘অমরসঙ্গী’-র সঙ্গে নব্বইয়ের ‘অমরসঙ্গী’র কোনও মিল আছে কিনা, তা অবশ্য জানা যায়নি। এই ছবিতে বিক্রমের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সোহিনী সরকারকে।
অর্থাৎ আরও কিছু ভালো নতুন সিনেমার স্বাদ পেতে চলেছে টলিউড, এমনটা বলাই যায়।