আর ২৪ ঘণ্টা...তৈরি হচ্ছে CYCLONE মোচা! সবথেকে বেশি ঝুঁকিতে বাংলা?

ঘূর্ণিঝড় মোচা নিয়ে এলো একটি খারাপ খবর। পশ্চিমবঙ্গে যে এটি ধ্বংসলীলা চালাবে এটা আমরা আগেই জানি। কিন্তু এবার শোনা গেল সবথেকে বেশি ঝুঁকির মুখে রয়েছে এই রাজ্য।

author-image
Anusmita Bhattacharya
New Update
mocha2

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের (Bay of Bengal) বুকে শনিবারই তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। এবার জানা গেলো যে এটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরিণত হতে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপে (Depression)। তারপরেই বাংলা জুড়ে তাণ্ডব চালাবে মোচা (Mocha)। ৯-১০ মে নাগাদ গভীর নিম্নচাপে ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হচ্ছে। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ নাকি রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ এই চার রাজ্যের কোনও একটির দিকে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। বাংলা (West Bengal) এবং ওড়িশা (Odisha) সবথেকে বেশি ঝুঁকির মুখে রয়েছে। ঘূর্ণিঝড় হলে তা কোন দিকে প্রথম আছড়ে পড়তে পারে তার আভাস পাওয়া যাবে রবিবার।