হাতে আর ২৪ ঘণ্টা, ভারী বৃষ্টি আসছে কোথায়? কলকাতাও কি তালিকায়?

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাব।

author-image
Anusmita Bhattacharya
New Update
frdtfyuyiu

নিজস্ব সংবাদদাতা: নিম্নচাপরূপে এবার দেখা দিয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরেই কখনও আকাশ কালো করছে, আবার কখনও হচ্ছে বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ বাংলার ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। 

i7dus57g_delhi-rains_625x300_29_May_24.webp

উইকেন্ড থেকে টানা বৃষ্টি পাবেন এবার। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপু্‌ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা দিতে পারে।


  tamacha4.jpeg