ডেঙ্গির বাড়বাড়ন্ত, আজ বৈঠকে মুখ্যসচিব-স্বাস্থ্যসচিব

ডেঙ্গি নিয়ে সতর্ক প্রশাসন।

author-image
Aniruddha Chakraborty
New Update
Dengue-p9ablah308tro0z5wnc5mekyb7yyki3klx2iwgwx3c.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগে নবান্ন। বেসরকারি মতে, জুলাই মাসে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫। আক্রান্তের সংখ্যা জুলাইয়ের শেষ সপ্তাহে সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার অর্থাৎ আজ নবান্নে হবে অ্যাডভাইজরি কমিটির বৈঠক। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে বৈঠক হবে। থাকবেন স্বাস্থ্য অধিকর্তারা। বৃহস্পতিবার সন্ধ্যাতেই ডেঙ্গি নিয়ে নবান্নে মুখ্যসচিব – স্বাস্থ্যসচিব বৈঠকে বসবেন।