ডেঙ্গুর আঁচে তপ্ত বিধানসভা, মশারি হাতে বিক্ষোভ শুভেন্দু অধিকারীর

ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, 'রাজ্যে মোট ৪৪০১ জন ডেঙ্গুতে আক্রান্ত।'

author-image
SWETA MITRA
New Update
suvendu মশারি .jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ সোমবার রাজ্য বিধানসভায় অধিবেশন শুরু হতেই ডেঙ্গি ইস্যুতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি (BJP) বিধায়করা। তাঁরা এদিন বিধানসভা থেকে ওয়াকআউট করেন । এর পাশাপাশি এদিন মশারি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই ডেঙ্গির আঁচে অশান্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভা। যদিও রাজ্য সরকার ডেঙ্গু মোকাবিলায় সবরকম ব্যবস্থা করছে বলে আশ্বাস দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্যে মোট ৪৪০১ জন ডেঙ্গুতে আক্রান্ত। এদিন বিজেপি বিধায়কদের হাতে প্ল্যাকার্ড দেখা যায়। যেখানে লেখা ছিল, 'ডেঙ্গু সচেতনতা শিবির হচ্ছে না কেন? স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও।'