নিজস্ব সংবাদদাতা: বাঘাযতীনে চারতলা ফ্ল্যাট হেলে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে অনেকের মনে শঙ্কার সৃষ্টি করেছে। বিশেষত, যাঁরা বহুতল বা ফ্ল্যাটে থাকেন, তাঁদের মধ্যে বাড়ির নির্মাণ সামগ্রী নিয়ে উদ্বেগ বেড়েছে। স্থানীয়দের দাবি, জলাভূমি বুজিয়ে ফ্ল্যাটটি তৈরি করা হয়েছিল।
২০১০ সালে ফ্ল্যাটটির নির্মাণ কাজ শুরু হয় এবং ২০১৪ সাল থেকে ফ্ল্যাট হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। অনেকেই লোন নিয়ে এই ফ্ল্যাট কিনেছিলেন। কিন্তু এমন বিপজ্জনক অবস্থায় তাঁদের অসহায়তা চরমে পৌঁছেছে। বর্তমানে ফ্ল্যাটটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতর, পুরসভা, দমকল, এবং পুলিশ একযোগে ঘটনাস্থলে কাজ করছে। কর্মীরা জানালা দিয়ে ফ্ল্যাটে প্রবেশ করে ভাঙার কাজ শুরু করেছেন। যত দ্রুত সম্ভব ফ্ল্যাটটি সরিয়ে দুর্ঘটনার সম্ভাবনা এড়ানোর চেষ্টা চলছে।
সৌভাগ্যবশত, ওই ফ্ল্যাটে কোনও বাসিন্দা ছিলেন না। সংস্কারের কাজের জন্য আগেই তাঁরা অন্যত্র সরে গিয়েছিলেন। তবে বাসিন্দাদের একাংশের অভিযোগ, ফ্ল্যাটটিতে আগে থেকেই ফাটল দেখা দিয়েছিল। সেই সময় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলে তাঁদের মত। এই ঘটনা ফ্ল্যাট নির্মাণের গুণগত মান এবং নির্মাণ সংস্থাগুলির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে।