R G Kar: এক নজরে স্বাস্থ্য ভবন অভিযানের দাবিগুলো

শেষ পর্যন্ত কি মেনে নেওয়া হবে সেই দাবি?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-09-12 at 4.35.15 PM

নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডের পর থেকে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। ক্রমাগত আন্দোলন এবং প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। উদ্দেশ্য জাস্টিস ফর আর জি কর। এই নিয়ে প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান করে ফেলেছেন যেখানে তারা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তার পদত্যাগের দাবি সম্বলিত ডেপুটেশন তার হাতেই তুলে দিয়েছেন। এরপর তারা নামেন স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে।

Kolkata medic rape-murder case: Protesting junior doctors invited to  meeting with CM Mamata at 5 pm

এই নিয়ে লাগাতার তিন দিন ধরে স্বাস্থ্য ভবনে অবস্থান বিক্ষোভে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। তবে ঠিক কী কী দাবি তাদের? জেনে নেওয়া যাক। 

Swasthya Bhawan Abhijan Live Update: CS sent letter to Junior Doctors

১. আর জি কর মেডিকেল কলেজের চিকিৎসককে ধর্ষণ-খুনের মূল উদ্দেশ্য সামনে আনা, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি। 

২. তথ্যপ্রমাণ লোপাট করার ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে তদন্ত এবং বিচারের আওতায় আনা।

৩. সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়ের রাজনীতি বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। 

৪. মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। 

৫. স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার পদত্যাগ। 

৬. কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ।

RG Kar: Junior doctors spend second night outside Swasthya Bhavan after  govt declines protesters' conditions for talks | Indiablooms - First Portal  on Digital News Management