অভয়ার বিচারের দাবিতে দেবীপক্ষের রাজপথ জুড়ে স্লোগান 'আর কবে?'

অভয়ার বিচারের দাবিতে দেবীপক্ষে কলকাতার রাজপথে শুরু হয়েছে এক অভিনব আন্দোলন। আন্দোলনকারীদের মুখে একটা স্লোগান 'আর কবে?'

author-image
Debapriya Sarkar
New Update
protestt

নিজস্ব প্রতিবেদন : অভয়ার বিচারের দাবিতে দেবীপক্ষে কলকাতার রাজপথে শুরু হয়েছে এক অভিনব আন্দোলন। মহালয়ার আগের রাতে, শহরের বিভিন্ন প্রান্তে আরজিকরের বিচারের দাবিতে চলছে 'রাত দখল' কর্মসূচি। এই আন্দোলনের মূল উদ্দেশ্য হল অবিলম্বে অভয়া বিচার নিশ্চিত করা।

Rg kar protest

রুবি মোড় থেকে সরাসরি এই আন্দোলনটি শহরের বিভিন্ন স্থানের আন্দোলনকারী সকলেই একত্রিত হয়েছেন অভয়ার ন্যায়বিচারের দাবিতে। আন্দোলনের সূত্রপাতের সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন অঞ্চলে জনতার জমায়েত ঘটছে। মানুষজন স্লোগান তুলেছে এবং প্ল্যাকার্ড নিয়ে শহরের রাস্তায় নেমেছেন। 

Rg kar protest

রাত পোহালেই মহালয়া, একটি পবিত্র সময়, যেখানে দেবী দুর্গার আগমনীর অপেক্ষা করা হয়। এই পবিত্র সময়কে কাজে লাগিয়ে আন্দোলনকারীরা অভয়ার বিচারকে এক বিশেষ গুরুত্ব দিতে চাচ্ছেন। তাঁরা আশা করছেন, এই আন্দোলনের মাধ্যমে প্রশাসন এবং সমাজের মানুষের নজর অভয়ার দিকেও যাবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।