দিল্লি আইএমএ এবার স্মরণাপন্ন রাষ্ট্রপতির, চাইলো সাহায্য

দিল্লি IMA-র পক্ষ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠানো হল এবার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Protest

File Picture

নিজস্ব সংবাদদাতা: একদিকে কার্নিভাল অন্যদিকে ডাক্তারদের আমরণ অনশন। রেড রোড সেজে উঠেছে নীল সাদা রঙে। আজ ১৫ই অক্টোবর মুখ্যমন্ত্রী ঘোষণামতো বিরাট কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। এদিকে ধর্মতলায় ২২৯ ঘন্টা কিংবা তারও বেশি ধরে অনুষ্ঠান পালন করছেন জুনিয়ার ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের পাল্টা কার্নিভালের ডাক দেওয়া হয়েছে রানী রাসমণি রোডে। নাম রাখা হয়েছে ‘দ্রোহের কার্নিভাল’।

অথচ তার আগেই কলকাতা নগর পালের তরফে জারি করা হয়েছে নোটিফিকেশন। ভারতীয় নাগরিক সুরক্ষা ন্যায় সংহিতা ধারা জারি থাকবে রানী রাসমণি রোডে। কোনরকম জমায়েত নয় কার্নিভাল পর্যন্ত। এদিকে জুনিয়র ডাক্তারদের বক্তব্য তারা নতুন সরকার চান। স্বৈরাচারী সরকার তাদের কন্ঠরোধ করতে পারবেন না বলেও হুঁশিয়ারি দেন তারা। এই এতো কিছুর মধ্যে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন ডাক্তাররা। 

junior doctors 1111

দিল্লি IMA-র পক্ষ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠানো হল এবার। রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে এই চিঠি পাঠানো হয়েছে। একই সাথে জানানো হয়েছে অনশনরত ডাক্তারদের কথা। কীভাবে তারা মৃত্যু মুখে দাঁড়িয়ে রয়েছে, সেই বিষয়টিও জানানো হয়েছে।  

এর আগেও স্বাস্থ্যভবনের সামনে ধর্না কর্মসূচী চালানোর সময় জুনিয়র ডাক্তাররা মেইল করেছিলেন রাষ্ট্রপতিকে। তবে সেই সময় কোনও উত্তর মেলেনি। আজ দিল্লি আইএমএ-র পক্ষ থেকে ফের পাঠানো হল চিঠি।

c

Adddd