' সভ্যতার রক্ষাকবচ ' বই এবার মাস্টারদা স্মৃতি সংঘে

কেমন হল মণ্ডপ ?

author-image
Adrita
New Update
ইয়তগ

নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র কটা দিন বাকি আছে। তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। আগামী ২রা অক্টোবর মহালয়া। সেদিন থেকেই শুরু হয়ে যাবে দেবীপক্ষ। কলকাতা থেকে শহরতলি দুর্গাপুজোকে ঘিরে সর্বত্র রমরমা চলছে। কলকাতায় দুর্গাপুজো এক মাত্রা বহন করে। 

উল্লেখ্য, কলকতার বেশ কয়েকটি জনপ্রিয় দুর্গাপুজো রয়েছে। যেগুলো দেখতে মানুষের ঢল নামে। তেমনই একটি পুজো হল কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সংঘের দুর্গাপুজো। এটি এবার ৭২ তম বর্ষে পা দিল। এবার এই ক্লাবের থিম হল ' সভ্যতার রক্ষাকবচ '। 

এই থিমের নেপথ্যে রয়েছেন শিল্পী মানস রায়। শিল্পী জানিয়েছেন যে, এই থিমের মূলভাব হল সমাজের সভ্যতাকে সংরক্ষণ করে রাখা। আর সভ্যতার এক অপরিহার্য উপাদান হল শিক্ষা। শিক্ষা হল সেই সভ্যতার মূল চাবিকাঠি। শিক্ষা হল সমাজের মেরুদণ্ড। তিনি আরও জানিয়েছেন যে, ' বর্তমান প্রজন্ম সোশ্যাল মিডিয়ার দৌলতে বইপড়া থেকে দূরে সরে গিয়েছে। তাই নবীন প্রজন্মকে ফের বই পড়ায় আগ্রহী করে তুলতেই এবারের প্রয়াস তাদের। '  

আরও জানা গিয়েছে যে, এবারে তাদের মণ্ডপ সজ্জায় থাকছে বিভিন্ন প্রকার বই। দেবনাগরী ভাষা থেকে বাংলা হরফের লেখা বই এমনকি ইংরেজি ভাষারও বই পাওয়া যাবে এই মণ্ডপে। মণ্ডপ শিল্পী মানস রায় আশাবাদী যে আগামী দিনে প্রত্যেকটি বাড়িতে বইয়ের চাহিদা বৃদ্ধি পাবে। আরও জানা গিয়েছে যে, এই মণ্ডপে বইয়ের পাশাপাশি বিভিন্ন সাহিত্যিকদেরও ছবি থাকবে। যা আগামী প্রজন্মকে বই পড়তে উদ্বুদ্ধ করবে।  

impac puja 2024