নিজস্ব সংবাদদাতাঃ পুরীর কাছেই বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ। যার যেরে ১১টি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, সমুদ্রে জলোচ্ছ্বাস বেড়েছে। বাতাসে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। এই নিম্নচাপটি ধীরে ধীরে ওড়িশার দিকে এগোচ্ছে। যার জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও জানা গিয়েছে যে, ঝড় যখন ঝাঁপিয়ে পড়বে তখন সর্বোচ্চ গতি হবে ৭৫ কিমি প্রতি ঘণ্টায়। উল্লেখ্য যে, বর্তমানে ভুবনেশ্বর থেকে ১০০ কিমি দূরে অবস্থান করছে ৷
নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।