বাংলার মানুষকে বোকা বানানো সহজ নয়, অমিত শাহকে কী বললেন দেবাংশু

ধর্মতলায় জনসভায় সিএএ নিয়ে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখায় তৃণমূল। দেবাংশু ভট্টাচার্য বলেন, রাজ্যে ক্ষমতায় আসার সঙ্গে CAA হওয়ার কি সম্পর্ক?

author-image
Tamalika Chakraborty
New Update
bjp debangshu.jpg

নিজস্ব সংবাদদাতা: সিএএ দেশের আইন। সেই আইন প্রণয়ন করা হবেই। ধর্মতলায় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখায় তৃণমূল।  দেবাংশু ভট্টাচার্য টুইটারে লেখেন, 'CAA বিল পাস হয়েছে আজ থেকে চারবছর আগে। এতগুলো দিন পেরিয়ে গেলেও রুল ফ্রেম করতে পারেননি। ঠকিয়েছেন মতুয়াদের! তারপরেও CAA নিয়ে স্লোগান? রাজ্যে ক্ষমতায় আসার সঙ্গে CAA হওয়ার কি সম্পর্ক? মানুষকে কি বোকা ভেবেছেন অমিত বাবু? ভুলে যাবেন না, এটা কিন্তু দেশকে পাঁচ-পাঁচটা নোবেল দেওয়া জাতির রাজ্য। এই মাটির মানুষদের বোকা বানানো এতটা সহজ কাজ নয়!'