উত্তরবঙ্গ অবহেলার শিকার! রেলমন্ত্রীর কাছে কী অভিযোগ জানালেন দেবাংশু ভট্টাচার্য

টুইটারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে খোলা চিঠি লেখেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। সেখানে তিনি চালসার মানুষের দুর্দশার কথা তুলে ধরেন। চিঠিতে কী লেখেন দেবাংশু ভট্টাচার্য।

author-image
Tamalika Chakraborty
New Update
debangshu.jpg

নিজস্ব সংবাদদাতা:  তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য খোলা চিঠি লিখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে তিনি উত্তরবঙ্গের মানুষের সমস্যার কথা তুলে ধরেন। 

টুইটারে রেলমন্ত্রীকে খোলা চিঠিতে দেবাংশু লেখেন, ' নম্বর 15467 / 15468 শিলিগুড়ি বামনহাট প্যাসেঞ্জার ট্রেনটি কোভিড মহামারীর আগে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার চালসা জং (সিএলডি) রেলওয়ে স্টেশনে থামত। কিন্তু পোস্ট কোভিড অবস্থায় এটি আর চালসা জংশনে থামে না। এটিই একমাত্র ট্রেন যা চালসাকে (উত্তরবঙ্গের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য) কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার সঙ্গে যুক্ত করে। অন্যথায় মানুষ শুধুমাত্র সড়ক পরিবহনের উপর নির্ভরশীল। ব্যস্ত সড়ক পরিসেবায় মানুষকে অনেক সময় বিপাকে পড়তে হয়। চালসার মানুষ স্টেশন মাস্টারের মাধ্যমে স্থানীয় ডিআরএমকে ডেপুটেশন দিয়েছে। তাই, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে উল্লেখিত ট্রেন রুটের স্টপেজ হিসাবে চালসা জং (সিএলডি) পুনর্বিবেচনা করুন।'