রায় নিয়ে ফেসবুক পোস্ট দেবাংশুর, কী লিখছেন তৃণমূল নেতা?

আরজি করের রায়ে (RG Kar Verdict) না-খুশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফরে বেরিয়ে মালদার সভা থেকে সেই বার্তাই দিয়েছিলেন মমতা। বলেছিলেন, ‘আমি মৃত্যুদণ্ডের দাবিতেই পথে নেমেছিলাম।’

author-image
Jaita Chowdhury
New Update
cxzczxv z

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: আরজি করের রায়ে (RG Kar Verdict) না-খুশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফরে বেরিয়ে মালদার সভা থেকে সেই বার্তাই দিয়েছিলেন মমতা। বলেছিলেন, ‘আমি মৃত্যুদণ্ডের দাবিতেই পথে নেমেছিলাম।’ এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, 'আমাদের হাত থেকে ইচ্ছে করে কেসটা কেড়ে নিয়ে চলে গেল। আগেই বলেছিলাম আমরা না পারলে সিবিআইকে কেসটা দিন, আপত্তি নেই। আমরা চাই বিচার হোক।’  

জয়নগর, ফারাক্কা ও গুরাপের ঘটনা ফাঁসির সাজা দিয়েছে আদালত। তিনটি কেসই ছিল রাজ্য পুলিশের তত্বাবধানে। এই প্রসঙ্গ টেনে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যও সরব হয়েছে সমাজমাধ্যমে। 

সমাজমাধ্যমে তৃণমূল নেতা লেখেন, সিবিআই ফাঁসি দেওয়াতে পারল না সঞ্জয়কে। ছিঃ! উল্টোদিকে, রাজ্যে অন্য তিনটি ধর্ষণ, খুনের মামলায় রাজ্য পুলিশ অপরাধীদের জন্য আদালত থেকে ফাঁসির সাজা আদায় করে আনতে পেরেছে। কিন্তু এরকম একটা ভয়ঙ্কর সেনসিটিভ মামলাতেও ফাঁসির মতো অনিবার্য সাজা দেওয়াতে পারল না সিবিআই। আবারও প্রমাণ হল সিবিআই ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ...।'

সগদগ্ফধগফহযধয