ডাক্তারদের গণইস্তফা! 'ড্রামাবাজি' বলে দিলেন দেবাংশু

জুনিয়রদের আন্দোলনের সমর্থনে আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সিনিয়র ডাক্তারদের গণইস্তফা।

author-image
Anusmita Bhattacharya
New Update
debangshu.jpg

নিজস্ব সংবাদদাতা: জুনিয়রদের আন্দোলনের সমর্থনে আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সিনিয়র ডাক্তারদের গণইস্তফা। মঙ্গলবার প্রায় ৫০ জন সিনিয়র ডাক্তার এই সিদ্ধান্ত নেন। এবার যে ডাক্তাররা গণইস্তফা দিলেন সেই ডাক্তারদের খোঁচা দিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। 

দেবাংশু লেখেন, যে ডাক্তারেরা সরকারি হাসপাতালে ডিউটি করবেন না বলে ইস্তফা দিলেন, তারা কিন্তু প্রত্যেকে প্রাইভেট হাসপাতালে বসবেন এবং বসছেন।
অর্থাৎ, একজন মধ্যবিত্ত মানুষ সরকারি হাসপাতালে যে ডাক্তারের সান্নিধ্য বিনামূল্যে পেতেন, এখন এই নতুন ড্রামাবাজির জন্য তাদের সান্নিধ্য পেতে হাজার খানিক টাকা খরচ করতে হবে "ভিজিট ফি" হিসেবে। আরো সোজা ভাষায় বললে, বড়লোকেদের ট্রিটমেন্ট হবে। গরিব-মধ্যবিত্তরা হয় ঘটি বাটি বেচুক, নয়ত মরুক!
শাবাশ! শারদীয়ার শুভেচ্ছা নেবেন ডাক্তারবাবুরা..

এদিকে সিনিয়র চিকিৎসকরা দাবি করে ফেলেছেন যে তারা চাকরি থেকে ইস্তফা দেননি। শুধু ডিউটি থেকে ইস্তফা দিলেন। অর্থাৎ এটা একটা প্রতীকী প্রতিবাদ। তবে তারপরও সরকার কোনও ইতিবাচক পদক্ষেপ না করলে ব্যক্তিগতভাবে ইস্তফা দেবেন। সরকারকে সচেতন করাই লক্ষ্য তাদের। এদিকে এর ফলে স্বাস্থ্য পরিষেবা নিয়ে চিন্তায় বিশেষজ্ঞ মহল।