‘ইডি সন্দেশখালির জামাইরাজা’: দেবাংশু

দেবাংশু ভট্টাচার্য এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া দেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
aaaaa

File Picture

নিজস্ব সংবাদদাতা: দ্বিতীয় দিনও খালি হাতে ফিরতে হচ্ছে ইডিকে। সন্দেশখালির দ্বিতীয় দিনেও কোনও তথ্য হাতে এলো না ইডির। গত ৫ জানুয়ারি যখন তল্লাশি অভিযানে ইডি গিয়েছিল, তখন তাঁদের ওপর চড়াও হয় বিক্ষুব্ধ গ্রামবাসীরা। প্রাণ ভয়ে পালিয়ে আসতে হয় তাঁদেরকে। আর আজ ১৮ দিন পর ১৯ দিনের মাথাতে ফের একবার সেই শেখ শাহজাহানের বাড়িতেই গিয়েছে ইডি। কিন্তু এই ১৯ দিনে পাল্টেছে সেখানকার চিত্র। খালি ব্রিফকেস ছাড়া, আর কিছুই পেলেন তারা। কিন্তু এনিয়েও গোল বাঁধলো রাজনীতিতে। তৃণমূল যুব দলের নেতা দেবাংশু ভট্টাচার্য এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া দেন।

তিনি বলেন, “আমরা প্রথম দিন থেকে বলে আসছি, স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে কাজ করুন। আজ দেখুন, রাজ্য পুলিশের সহযোগিতায় কী মসৃণ ভাবে সবটা এগোচ্ছে। ইডি যেন সন্দেশখালির জামাই! এভাবেই শুভ বুদ্ধির উদয় হোক। বাংলার প্রশাসনকে ভরসা করতে শিখুন কেন্দ্রীয় সংস্থারা”।

 

একই সাথে রাম মন্দির প্রসঙ্গও এদিন উঠে আসে দেবাংশুর কথায়। তাঁর কথায় গোটা দেশের নজর রাম মন্দিরে টিকিয়ে রাখতেই এই কয়েকদিন ইডির কোনও তল্লাশি অভিযান চলেনি। ফের আবার শুরু হল কেন্দ্রীয় সংস্থার অভিযান।

স্ব

স

স