মাঝরাতে সুপারস্টার দেবকে নিয়ে পোস্ট দেবাংশুর! প্রকাশ্যে কিছু না লেখার কথা বললেন

খাদান নিয়ে কি দাবি এই তৃণমূল নেতার?

author-image
Anusmita Bhattacharya
New Update
debangshu.jpg

নিজস্ব সংবাদদাতা: খাদান নিয়ে বিশেষ পোস্ট করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। সিনেমা এখনও দেখতে যাননি তবে এর ফল নিয়ে আশাবাদী। দেবকে জানান শুভেচ্ছা। 

এই নেতা লেখেন, খাদান দেখিনি এখনও। দেখব একটু ভিড় কমার পর। আমি সাধারনত খুব মনে দাগ না কাটলে কোনো সিনেমা নিয়ে প্রকাশ্যে কিছু লিখিও না।

তবে এই সিনেমা নিয়ে যে উন্মাদনা দেখছি, সেটা মনে আশা জাগাচ্ছে। মধ্যরাত কিংবা ভোর বেলা বাংলা সিনেমা হাউফুল! এ দৃশ্য এ রাজ্য শেষ কবে দেখেছে জানিনা। বাংলা সিনেমার ক্ষেত্রে এই সিনেমা ব্রেক-থ্রু হতে পারে। অর্থনৈতিক দিক থেকে বাংলা ইন্ডাস্ট্রি খাদানের হাত ধরে খাদের ধার থেকে উঠে আসুক। এই ছবির পর প্রযোজকরা বড় কিছু করতে সাহস অর্জন করুন।

সবাই এই ছবি দেখুক। গ্রাম-গঞ্জ আবার হল মুখি হোক। 

Dev -দা সহ টিমের সকলকে অভিনন্দন।