নিজস্ব সংবাদদাতা: যাদবপুরে ছাত্র ইন্দ্রানুজের আহত হওয়ার ঘটনাকে ঘিরে নতুন বিতর্ক দানা বাঁধছে। তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য দাবি করেছেন, শিক্ষামন্ত্রীর গাড়ির বনেট থেকে পড়ে নয়, বরং স্কুটারে হোঁচট খেয়েই আহত হয়েছেন ইন্দ্রানুজ।
শনিবারের ঘটনার পর থেকেই বিরোধীরা দাবি করছিল, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় আহত হয়েছেন ইন্দ্রানুজ। তবে সোমবার রাতে দেবাংশু ভট্টাচার্য একাধিক ছবি এবং সময় অনুযায়ী ঘটনাপ্রবাহ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এই দাবি খারিজ করেন। দেবাংশুর পোস্ট অনুযায়ী, ইন্দ্রানুজ শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হননি। বরং, তিনি স্কুটারে চলাচলের সময় হোঁচট খেয়ে পড়ে যান এবং আহত হন। তাঁর পোস্টে ঘটনার সময় অনুযায়ী একাধিক ছবি যুক্ত করা হয়েছে, যেখানে শিক্ষামন্ত্রীর গাড়ি ও ইন্দ্রানুজের অবস্থান দেখানোর চেষ্টা করা হয়েছে।
এই দাবির পর রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, এই পোস্টের মাধ্যমে আসল ঘটনা আড়াল করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, তৃণমূল শিবিরের বক্তব্য, অপপ্রচার রুখতে সত্যিটা তুলে ধরা জরুরি ছিল।
ইন্দ্রানুজের আহত হওয়ার প্রকৃত কারণ কী, তা নিয়ে তদন্ত দাবি করেছে বিরোধীরা। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হতে পারে বলে সূত্রের খবর।