মীনাক্ষ্মী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত! "কি ভয়ানক প্রাণী", পোস্ট করলেন দেবাংশু

দেবাংশুর বিশেষ পোস্ট।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-09-19 at 10.40.00 AM

নিজস্ব সংবাদদাতা: আর জি করের ঘটনা নিয়ে তদন্তের স্বার্থে ১৪ আগস্ট হাসপাতালে কেন ভাঙচুর করা হল সেই নিয়েও তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদও চালাচ্ছে সিবিআই। এবার সিবিআই ডেকে পাঠাল ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সিবিআই দফতরে যেতে হবে তাকে। 

minakkhimukherjee.jpg

এরপরেই কটাক্ষ করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। 

Debangshu Bhattacharya | 'যদি উলটো দিকে সাঁতার কাটতে নাই পারলেন…', জহর দল  ছাড়তেই কটাক্ষ দেবাংশুর

দেবাংশু লেখেন, ১৪ তারিখ রাতে আর.জি.করে ভাঙচুরের ঘটনায় মীনাক্ষীকে সিবিআই ডেকেছে। মনে রাখবেন, ঐদিন ডিওয়াইএফআইয়ের পতাকা দেখা গিয়েছিল এবং আরজিকরের সামনে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই অফিসিয়ালি অনুষ্ঠান করছিল। ওইখান থেকেই একটা ভিড় এসে ভাঙচুর চালায়। সিপিএম যে কি ভয়ানক প্রাণী সেটা কলতান দাশগুপ্তের কল রেকর্ডিং-এ অলরেডি প্রকাশ পেয়েছে। তৃণমূলকে কেস খাওয়ানোর জন্য যারা জুনিয়র ডাক্তারদের মাথা ফাটানোর মতো চক্রান্ত করতে পারে, তারা সামান্য আরজিকরে ভাঙচুর চালাতে পারবেনা একথা বিশ্বাস করি না। কলতানের ক্ষেত্রে অডিও প্রকাশ্যে এসেছে, তাই মানুষ জানতে পেরেছে। আরজিকরে ভাঙচুরের ঘটনায় সেই প্ল্যানিং প্রকাশ্যে আসেনি; তফাত এটুকুই!

যদি না ভোট ট্রান্সফারের শর্তে আবার সেটিং হয়ে যায়, তাহলে সত্যিটা এবার প্রকাশ পাবে।

Debangshu Bhattacharya: 'অপেক্ষায় ভয়ঙ্কর প্রত্যাখ্যান', বড় ভবিষ্যতবাণী  দেবাংশুর