নিজস্ব সংবাদদাতা: এই মুহূর্তে একদিকে যেখানে আর জি কর কাণ্ডের পর মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে তেমনি অন্যদিকে স্বাস্থ্য ক্ষেত্রে অব্যবস্থা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছে জুনিয়র ডাক্তাররা। মূলত তাদের দশ দফা দাবিতে এমন কিছু দাবি রয়েছে যেগুলো স্বাস্থ্য নিরাপত্তা সম্পর্কিত।
১০ দফা দাবিগুলো কী কী?
১) দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায়বিচার সুনিশ্চিত করা।
২) স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্যমন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্যসচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করা।
৩) অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকাল কলেজে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা চালু করা।
৪) প্রতিটি মেডিকাল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর চালু করতে করা।
৫) অতি দ্রুত সব কটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করে প্রয়োজনমাফিক সিসিটিভি, অন কল রুম, বাথরুমের সাথে হেল্পলাইন নম্বর, প্যানিক বোতামের ব্যবস্থা করা।
৬) হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে। সিভিক ভলেন্টিয়ার নয়, স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশকর্মী নিয়োগ করা।
৭) হাসপাতালগুলিতে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের শূন্যপদগুলি অবিলম্বে পূরণ করা৷
৮) প্রতিটি মেডিকাল কলেজে থ্রেট সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের শাস্তি দিতে হবে। রাজ্যস্তরেও এনকোয়ারি কমিটি তৈরী করা।
৯) অবিলম্বে রাজ্যের প্রতিটি মেডিকাল কলেজে ছাত্রসংসদ নির্বাচন করতে হবে। সব কটি কলেজে আর ডি এ কে স্বীকৃতি দিতে হবে। কলেজ/হাসপাতাল পরিচালনার সব কটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করা।
১০) WBMC ও WBHRB-এর ভেতরে যে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ আছে তাতে দ্রুত তদন্তর প্রক্রিয়া শুরু করা।
আর এই পরিস্থিতিতেই তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য করলেন এমন এক পোস্ট যা নিয়ে বিতর্ক চলছে।
দেবাংশু লেখেন, কেন্দ্রীয় সমীক্ষায় স্বাস্থ্য পরিষেবা গুণমানে প্রথম স্থান অধিকার করল পশ্চিমবঙ্গ।
প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা হাসপাতাল, সর্বত্র সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
অভিনন্দন বাংলা! অভিনন্দন
কেন্দ্রীয় সমীক্ষায় স্বাস্থ্য পরিষেবা গুণমানে প্রথম স্থান অধিকার করল পশ্চিমবঙ্গ।
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) October 18, 2024
প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা হাসপাতাল, সর্বত্র সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
অভিনন্দন বাংলা! অভিনন্দন @MamataOfficial দিদি।