আরজি কর ঘটনাঃ গ্রেফতার সন্দীপ ঘোষ-খুশি, দুটো জিনিস মাথায় রাখার কথা দেবাংশুর! কী সেই দুটো জিনিস?

সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে বড় মন্তব্য করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য।

author-image
Aniruddha Chakraborty
New Update
debangshu.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, সোমবার অর্থাৎ আজ সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে সিবিআইয়ের গাড়িতেই নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় সন্দীপকে। এরপরই জানা যায়, তাঁকে গ্রেফতার করেছে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা। এই বিষয় প্রকাশ্যে আসতেই একপ্রকার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে রাজ্যে। এই বিষয়ে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য নিজের ফেসবুক প্রোফাইলে লেখেন, 'সন্দীপ ঘোষ গ্রেফতার। দারুন খবর। শুধু মাথায় রাখবেন দুটো জিনিস।' কী সেই দুটো জিনিস।? 

দেবাংশু বলেন, "১. খুন এবং ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ গ্রেফতার হয়নি। তিনি গ্রেফতার হয়েছেন দুর্নীতির অভিযোগে। ২. উনি যেই কেসে গ্রেফতার হয়েছেন, সেই কেসে এফ.আই.আর দায়ের করেছিল রাজ্য সরকার। বাকি রইল সন্দীপ ঘোষের গ্রেফতারি, আমি ভীষণ খুশি। কিন্তু শেষ প্রশ্ন যেটা এখনো জীবিত, এখনো প্রাসঙ্গিক; খুনের মামলায় সঞ্জয় ছাড়া আর কেউ কবে গ্রেপ্তার হবে?"