নিজস্ব সংবাদদাতা: প্রয়াত হলেন নবনির্বাচিত তৃণমূল সাংসদ কীর্তি আজাদের স্ত্রী পুনম আজাদ। খবর পেয়ে ব্যথিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখলেন, আমাদের সাংসদ এবং বিশ্বকাপ বিজয়ী ক্রিকেটার কীর্তি আজাদের স্ত্রী পুনম ঝা আজাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেটা জানার পর দুঃখিত।
/anm-bengali/media/post_attachments/93f04dd4b85fe71b61ae486d70298a9366df260fb4b21021b8f4b4d221d7b904.jpg)
এরপর মুখ্যমন্ত্রী লেখেন, আমি পুনমকে অনেকদিন ধরে চিনি। আমি আরও জানতাম যে তিনি গত কয়েক বছর ধরে গুরুতর অসুস্থ ছিলেন। কীর্তি এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাদের যথাসাধ্য চেষ্টা করেছিল এবং তার শেষ লড়াইয়ে সবসময় তার পাশে ছিল।
/anm-bengali/media/media_files/CZvNBUolGPwZPgrSwRAT.jpg)
শেষে তিনি লেখেন, কীর্তি এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তার আত্মা শান্তি পাক।
/anm-bengali/media/post_attachments/c74393fa06d908a854b71e59f0e89d2093173aa93f21339facfbcbb5292382b1.jpg)