নিজস্ব সংবাদদাতা: ক্রমশ জটিল হচ্ছে উদ্ধারকাজ। সময় গড়াচ্ছে, বাড়ছে মৃতের সংখ্যা। নির্মীয়মাণ বহুতল দুর্ঘটনায় এবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫।
/anm-bengali/media/media_files/EVEQqRWT0mISfiuazkNE.png)
গতকাল রাতের উদ্ধার কাজে ২ জন মহিলাকে উদ্ধার করা হয়েছিল, যাদেরকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। আর আজ সকাল থেকে প্রাণ হারিয়েছেন আরও ৩ জন। যার মধ্যে ১৯ বছরের এক নাবালকও রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৩ ঘন্টা পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন এখনও ৪ জন।
/anm-bengali/media/media_files/3GnnfUIJogG9gwluNHF6.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)