নিজস্ব সংবাদদাতা: জোরদার ধাক্কা খেলেন রাজ্য সরকারের বিভিন্ন দফতরের দৈনিক মজুরিপ্রাপ্ত কর্মীরা। তাঁরা স্থায়ী কর্মচারীদের মতো বেতন এবার আর পাবেন না। ১ নভেম্বর থেকে দৈনিক মজুরি পাওয়া কর্মচারীদের মহার্ঘ ভাতা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে সেই মর্মে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। সরকার দাবি করছে যে কয়েকটি বিভাগের দৈনিক মজুরিপ্রাপ্ত কর্মচারীরা নিয়মিত কর্মচারীদের মতো বেতন পাচ্ছিলেন। এমনকী নিয়মিত কর্মচারীদের মতো মহার্ঘ ভাতাও পান তাঁরা। সরকারের তরফে জানানো হয়েছে যে বন বিভাগে এমন ৬১১ জন চতুর্থ শ্রেণির কর্মচারীকে ন্যূনতম মজুরির পাশাপাশি ডিএ দেওয়া হয়েছে। কিন্তু ২০২৩ সালের নভেম্বর থেকে ওই কর্মীদের কোনওভাবেই ডিএ দেওয়া হবে না বলে জানা গেছে। রাজ্যের আর্থিক টানাটানি থাকায় চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগ করা হয়। স্থায়ী কর্মচারীদের পাশাপাশি অস্থায়ী কর্মচারীরাও বেতন পান। স্থায়ী কর্মচারী এবং অস্থায়ী কর্মচারীদের বেতন সমান হতে পারে না বলে ওই মহল দাবি করছে।