নিজস্ব সংবাদদাতা: খোদ তৃণমূল (TMC) বিধায়কের বাড়িতে মৃত ভোটার? 'ভোটার লিস্টে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের প্রয়াত বাবার নাম। ২ বছর আগে তৃণমূল বিধায়কের বাবার মৃত্যু, তারপরও ভোটার লিস্টে নাম', মহকুমা শাসকের কাছে অভিযোগ বিজেপির। অভিযোগ খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে, জানালেন মহকুমা শাসক। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া মেলেনি।
/anm-bengali/media/media_files/VzFQBG1nSL37dTXAuO0t.jpg)