নিজস্ব সংবাদদাতা : একই ঘটনার পুনরাবৃত্তি। পের বিপদ চিনা মাঞ্জায়। ঘটনাস্থল সেই মা উড়ালপুল। আর আগেও বহু দুর্ঘটনা ঘটেছে। ঘটেছে প্রাণহানির ঘটনাও। প্রশাসনের তরফে ব্যবস্থাও নেওয়া হয়েছিল। কিন্তু পুজোর মুখে আবারও সেই চিনা মাঞ্জাই ঘটালো বিপদ। মঙ্গলবার সকালে জখম হয়েছেন এক বাইক আরোহী। জানা যাচ্ছে, এসএসকেএম-এর দিক থেকে ভবানীপুরের দিকে যাচ্ছিলেন বাইক আরোহী ব্যক্তি। সায়েন্স সিটির দিক থেকে মা ফ্লাইওভারে ওঠেন তিনি। এরপর পর এসএসকেম-এর দিক হয়ে ফ্লাইওভার থেক নামার সময় চিনা মাঞ্জা তাঁর গলায় লাগে। তৎক্ষণাৎ বাইক নিয়ে পড়ে যান তিনি। তবে অনেক সময়ে ট্রাফিক আইন নিয়ে যে অসচেতনতার ছবি দেখা যায়, মাথায় হেলমেট না থাকার, এবার সেটা হয়নি। ব্যক্তির মাথায় হেলমেট ছিল। চোট লেগেছে তার পায়ে ও মাথায়। নিজেই কোনোরকমে উঠে দাঁড়ান তিনি। তারপর যান প্রাথমিক চিকিৎসার জন্য।