নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুর মেডিক্যালের বিষাক্ত স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনায় মুখ খুললেন অভিষেক ব্যানার্জি। বুধবার ফলতায় তিনি সেবাশ্রয় ক্যাম্প পরিদর্শনে যান। আর সেখানে গিয়ে অভিষেক বলেন, "একটা মানুষের প্রাণ মণিমুক্তর মতো।" অভিষেক আরও বলেন, ভুলের কারণে প্রসূতির মৃত্যু ঘটে থাকলে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
অভিষেক ব্যানার্জি আরো বলেন, গাফিলতির কারণে প্রসূতির মৃত্যু হয়ে থাকলে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হবে। তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। কারণ, তাঁর বক্তব্য, মানুষের প্রাণের থেকে বড় কিছু নেই। মেদিনীপুরের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তারই বক্তব্য অভিষেকের মুখে।
মেদিনীপুর মেডিক্যালে বিষাক্ত স্যালাইনের জন্য মৃত্যু হয়েছে এক প্রসূতির। অসুস্থ আরও বেশ কয়েক জন। এসএসকেএম ভ্যান্টিলেশনে আছেন তাঁরা। লড়ছেন মৃত্যুর সঙ্গে। ওই প্রসূতিদের সরবরাহ করা হয়েছিল ‘ব্ল্যাকলিস্টেড’ সংস্থার সরবরাহ রিঙ্গার্স ল্যাকটেট (আরএল)। পশ্চিমবঙ্গ সরকার এই নির্দিষ্ট সংস্থার স্যালাইন সরবরাহ বন্ধ করেছিল তিন মাস আগে। তা সত্ত্বেও কেন সেগুলি হাসপাতালে ব্যবহার হলো আর প্রসূতিদের দেওয়া হল তা ঘিরে উঠছে প্রশ্ন।