নিজস্ব সংবাদদাতা: প্রায় কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছিল দক্ষিণেশ্বরের স্কাইওয়াক। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন তৈরি হওয়ার সাথে সাথেই পথ চলা শুরু হয়েছিল এই স্কাইওয়াকের। মেট্রো স্টেশন থেকে সরাসরি পায়ে হেঁটে চলে যাওয়া যায় দক্ষিণশ্বেরের মূল মন্দির প্রাঙ্গণে। এই স্কাইওয়াক তৈরি হওয়ার পর দক্ষিণেশ্বর যাওয়া যেন আরও সহজ হয়ে গিয়েছে। আর এবার সেখানেই যত সমস্যা।
সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষ রাজ্যর কাছে চিঠি দিয়ে জানিয়েছে, দক্ষিণেশ্বরের মেট্রো সম্প্রসারণের কাজ শুরু করার জন্য স্কাইওয়াকের স্থান পরিবর্তন করতে হবে। আর এখানেই মেট্রোর সাথে গোল বেঁধেছে রাজ্যের। নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সাফ ভাষায় মেট্রোকে জানিয়ে দিয়েছেন, স্কাইওয়াকের স্থান পরিবর্তন হবেনা। অতএব দক্ষিণেশ্বর মেট্রোর সম্প্রসারণের কাজ শুরু হওয়ার আগেই জটিলতা বেড়েছে অনেকটাই।