কত ভাড়া পড়বে, সেই তালিকা প্রকাশ করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ

কয়েকদিন পরেই নিউ গড়িয়া-রুবি মেট্রো লাইনে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হতে চলেছে। সেই পরিষেবা শুরুর আগে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশে কত ভাড়া পড়বে, সেই তালিকা প্রকাশ করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

সর্বোচ্চ ভাড়া পড়ছে ৪৫ টাকা

ওই লাইনে সর্বোচ্চ ২০ টাকা ভাড়া পড়বে। আর সর্বনিম্ন ভাড়া পড়বে পাঁচ টাকা। শুধু তাই নয়, একই টোকেন বা স্মার্টকার্ড ব্যবহার করে দক্ষিণেশ্বর থেকে রুবি পর্যন্ত যেতে পারবেন যাত্রীরা। তবে মেট্রো একই হবে না। নর্থ-সাউথ করিডরের (ব্লু লাইন) মেট্রোয় চেপে এসে নিউ গড়িয়ায় (কবি সুভাষ) নামতে হবে। তারপর স্টেশন পালটে কবি সুভাষ থেকে রুবির (হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন) মেট্রো ধরতে হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ ভাড়া পড়ছে ৪৫ টাকা।