নিজস্ব সংবাদদাতা: ব্যারাকপুরের ডাক বিভাগ ৩০ জুলাই বিভূতি ভূষণ হলে আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে নারীর উন্নতি ও ক্ষমতায়নের বিষয়ে ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের সহযোগিতায় ডাক সম্প্রদায় উন্নয়ন কর্মসূচী নামক একটি অনুষ্ঠানের আয়োজন করবে। এই সভায় সভাপতিত্ব করবেন পশ্চিমবঙ্গ সার্কেলের আইপিওএস, চিফ পোস্টমাস্টার জেনারেল শ্রী নীরজ কুমার। উপস্থিত থাকবেন ব্যারাকপুর সাব ডিভিশনের এসডিও, এমএসএমই-এর ডিরেক্টরের অধীনে জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার, চেম্বার অফ কমার্সের উত্তর ২৪ পরগণার সভাপতি ও চেয়ারম্যান, ব্যারাকপুরের ক্ষুদ্র সঞ্চয়ের উপ-পরিচালক, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের কার্যকরী কমিটির সভাপতি এবং রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ।
এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল সেই সমস্ত মহিলাদের সাথে যোগাযোগ করা যারা আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেমন ICDS, ক্ষুদ্র সঞ্চয় ইত্যাদি বিভাগে এজেন্ট এবং উদ্যোক্তা হিসাবে কাজ করছেন। এই অনুষ্ঠানটি তাদের সম্বোধন করে এবং ডাক বিভাগের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করবে যা তাদের প্রয়োজনের সাথে মানানসই।