নিজস সংবাদদাতাঃ 'দাদা একটা টিকেট হবে (ভাই, আপনার কাছে টিকিট আছে)?' কলকাতাবাসীর ঠোঁটে এখন এই প্রশ্ন বিরাজ করছে। এছাড়া কলকাতা ও শহরতলির ক্রিকেট প্রেমীরা ইডেন গার্ডেনের বাইরের রাস্তায় ভিড় জমান এবং রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট পেতে যে কারও কাছে যান। মরিয়া ভক্তরা জানিয়েছেন, তারা কয়েক সপ্তাহ ধরে অনলাইনে টিকিট বুক করার চেষ্টা করেছিলেন, কিন্তু একাধিক ডিভাইস দিয়ে লগইন করা এবং অদ্ভুত সময়ে লগইন করা সহ সমস্ত পরিবর্তন এবং সংমিশ্রণের চেষ্টা করার পরেও তারা ব্যর্থ হয়েছিলেন।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)