নিজস্ব সংবাদদাতা: মহার্ঘ্য ভাতা (DA)-র দাবিতে যে সব সরকারি কর্মচারীরা (Govt Employee) আন্দোলন করছেন, তাঁদের বেতন কেটে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তীব্র বিতর্কের কেন্দ্রে পড়েছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি (Minister Akhil Giri)। এবার মন্ত্রী বাড়ির সামনেই প্রতিবাদ মিছিল করে ধর্নায় (Dharna) বসতে চাইছে সংগ্রামী যৌথ মঞ্চ। যাঁরা ডিএ-র দাবিতে ধর্নায় বসেছেন তাঁরা নিজেদের ডিউটি করছেন না বলে তাঁরা যেন বেতন (Salary) না পান এমন দাবি করেন মন্ত্রী। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার সরকারি কর্মচারী ফেডারেশনের ডাকে জেলাশাসকের দফতরের সভাঘরে এক সভা থেকে এই মন্তব্য করেন তিনি। এবার সংগ্রামী যৌথ মঞ্চ এর বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে। কর্মীদের দাবি মন্ত্রী জানেন না যে সরকারি কর্মীদের প্রাপ্য ছুটি থেকে ছুটি নিয়ে কেউ যদি আন্দোলন করেন, তবে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যায় না। মন্ত্রী ক্ষমা প্রার্থনা না করলে তাঁর বাড়ির বাইরে প্রতিবাদ মিছিল (Protest Procession) এবং অবস্থান করবেন কর্মীরা, এমনই দাবি তাঁদের।