দায়িত্বশীল মিছিল! ব্যানার, জলের বোতল সাফ করলেন DA আন্দোলনকারীরা

শনিবার সর্ব কলকাতায় হয়েছে রাজ্য সরকারি কর্মীদের মিছিল। ভাতার দাবিতে তাঁদের এই মিছিলের পরেই দায়িত্ব শেষ হয়ে যায়নি। দায়িত্ব নিয়ে মিছিলকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন তাঁরা। ফুটে উঠলো বিরল উদাহরণ।

author-image
Anusmita Bhattacharya
New Update
daroad

নিজস্ব সংবাদদাতা: নিজেরাই নোংরা করেছেন। বকেয়া ডিএ বা (DA) মহার্ঘ ভাতার দাবিতে মিছিল শেষে এমনটাই মনে হয় আন্দোলনকারীদের। তাই তাঁরাই নামলেন ময়দানে। লড়াইয়ের ময়দানের পর সাফ করার ময়দানেও তাঁরাই। মিছিলের পরে কলকাতার রাজপথে সাফাই অভিযান চললো রাজ্য সরকারি কর্মীদের (State Govt Employee)। যে কোনও মিছিল হলেই কাগজ, জলের বোতল, পোস্টারে ছেয়ে যায় চারিদিক। শনিবার ডিএ আন্দোলনকারীদের মিছিলেও (DA Protest March) এমনটাই হয়। দুপুর ১টা নাগাদ দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে মিছিলকে কেন্দ্র করে গরম হয় কলকাতার আবহাওয়া। মিছিল শেষের পর হাজরা মোড়ে সভা করার পর সাফ করলেন তাঁরাই।