নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ছে। আর এবারও চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ছে কর্মচারীদের। তাতে অবশ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ডিএয়ের ফারাক কমছে না। ২০২৪ সালের জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের নতুন করে ডিএ বৃদ্ধির ঘোষণা হল না। রাজ্য বাজেটেই চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়।
অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন যে ২০২৪ সালের মে থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর করা হবে। ফেব্রুয়ারিতে ঘোষণা করা হলেও নয়া অর্থবর্ষ থেকে সেই ডিএ কার্যকর হচ্ছে। ২০২৪ সালের মে থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।