নিজস্ব সংবাদদাতা: সোমবার অর্থাৎ আজ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। জানা গেছে যে সোমবার সাত নম্বর কোর্টে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে ৬০ নম্বরে উঠবে সেই ডিএ মামলা। যদিও ঠিক কখন মামলাটি উঠতে পারে, তা জানানো হয়নি।
গত ৫ ফেব্রুয়ারি যখন সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠার কথা ছিল, তখনও বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে ৬০ নম্বরে নথিভুক্ত থাকলেও সময়ের অভাবে সেদিন ডিএ মামলার শুনানি হয়নি। সোমবাও ৬০ নম্বরেই স্থান পেয়েছে এই মামলা। তাই আজও ডিএ মামলার শুনানি হবে কিনা, তা নিয়ে কিছুটা ধন্দে রাজ্য সরকারি কর্মচারীরা।
আজ যে মামলার শুনানি হবে, তা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে।