রাজ্য সরকারি কর্মীরা তাড়াতাড়ি পড়ুন! ডিসেম্বরেই বকেয়া ডিএ, আরো অনেক কিছু

সুখবর আপনাদের জন্য।

author-image
Anusmita Bhattacharya
New Update
money (1)n

নিজস্ব সংবাদদাতা: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর এল এবার নবান্ন থেকে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া কর্মীদের অবশেষে বেতন বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকার এবার কেন্দ্রীয় সরকারের মতো ৩ শতাংশ ডিএ (ডিয়ারনেস এলাউন্স) বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, যা কর্মীদের মধ্যে এক নতুন খুশির জোয়ার এনেছে।

এই নতুন সিদ্ধান্ত তৈরী হওয়ার জন্য সপ্তম বেতন কমিশনের আওতায় কর্মীরা যে ৫০ শতাংশ ডিএ পাচ্ছিলেন, তা বৃদ্ধি করে দিয়ে ৫৩ শতাংশ করা হয়েছে। আগামী ২০২৪ সালের জুলাই মাস থেকে এই নতুন ভাতা কার্যকর হয়ে যাবে, যা কর্মীদের বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য আর্থিক সুবিধাও দেবে। ফলে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে।