রেমালের দাপট! বন্ধ হয়ে গেল লঞ্চ সার্ভিস

রেমালের আতঙ্ক চারিদিকে।

author-image
Anusmita Bhattacharya
New Update
coverel

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ঘূর্ণিঝড় রেমালের আতঙ্কে কাবু পশ্চিমবঙ্গবাসী। রেমাল মোকাবিলায় প্রস্তুতি চলছে। প্রশাসন তৎপর। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জেলায় জেলায়। আগে থেকেই মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পাশাপাশি বন্ধ লঞ্চ সার্ভিস। 

হাওড়াসহ কলকাতার বিভিন্ন ঘাটে আজ এবং কাল অর্থাৎ পরপর ২ দিন বন্ধ থাকবে লঞ্চ পরিষেবা। গঙ্গা তীরবর্তী এলাকায় দরকার না পড়লে কেউ যাবেন না। টিকিট কাউন্টারের কাছে জনসাধারণের জ্ঞাতার্থে একটি বিশেষ নোটিশ জারি করা রয়েছে যেখানে যোগাযোগের জন্য দেওয়া রয়েছে একটি ফোন নাম্বার- ৯৪৩৩০২৭১৬৮।

Add 1