নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় রেমাল নিয়ে একের পর এক আপডেট আসছে। সমুদ্রের উপর ক্রমশ রুদ্রমূর্তি নিচ্ছে রেমাল। এবার আবার এল নতুন আপডেট।
/anm-bengali/media/media_files/2rgaUihccGDC5p3bcU0M.jpg)
গত শুক্রবার পর্যন্ত আবহাওয়া দফতরের দাবি করছিল যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি কোনও উপকূলবর্তী এলাকায় ল্যান্ডফল করতে পারে। এবার জানা গেল যে ঘূর্ণিঝড়টির ল্যান্ডফলের জায়গা পাল্টেছে। বাংলাদেশের মঙ্গলার দক্ষিণ-পশ্চিমে প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মধ্যরাতে এমনটা হতে পারে।
/anm-bengali/media/post_attachments/0861e76210aa635f08c6daba62a470d2086e6a97cfa304e9b069362aa426c63b.webp)