নিজস্ব সংবাদদাতা: রবিবার রাতে ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিবেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় রেমাল৷ গাছ পড়ে, কাঁচা বাড়ি ভেঙে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণায় ক্ষতি হয়েছে৷ তবে সুন্দরবনসহ দুই চব্বিশ পরগণার নদী তীরবর্ত এবং সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে মাটির বাঁধ ভেঙে জল ঢোকার ভয় থাকলেও এই বিপদ হল না আর৷
যে সময় রিমল আছড়ে পড়ে, তখন ভাঁটা থাকায় ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাস হলেও ব্যাপক প্রভাব পড়েনি। এ যাত্রায় সুন্দরবন সহ দুই চব্বিশ পরগণা রক্ষা পেল।