নিজস্ব সংবাদদাতাঃ সাইক্লোন রেমালের দাপটে কলকাতায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। পুরনিগমের কর্মী থেকে আধিকারিকরা মাঠে নেমেছেন। গত এক ঘণ্টায় বালিগঞ্জ পাম্পিং স্টেশন এলাকায় প্রায় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এখনও অবধি সর্বোচ্চ বৃষ্টি এই এলাকাতেই হয়েছে। বাকি এলাকায় ১৫ মিলিমিটারের মধ্যে বৃষ্টি হয়েছে। কলকাতায় ঝোড়ো হাওয়া বইছে। এখনও পর্যন্ত ২৪-২৫টি গাছের ডাল ও গাছ ভেঙে পড়েছে। যদিও কলকাতা পুরনিগমের দাবি, ইতিমধ্যে পুরনিগমের কর্মীরা গিয়ে সেই ডাল বা গাছ রাস্তা থেকে সরিয়ে দিয়েছে।
কলকাতা পুরনিগমের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রাত দেড়টা থেকে ভোর ৬টা পর্যন্ত গঙ্গার জলস্তর প্রায় ১৬ ফুট ছোঁবে। অর্থাৎ ১৬ ফুট উচ্চতায় যখন থাকবে, তখন কলকাতা পুর এলাকার ৭টি লকগেট বন্ধ করে দেওয়া হবে। সেই সময় ১৫০-২০০ মিলিমিটার যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে কলকাতায় প্রায় ৫ থেকে ৬ ঘণ্টা জল জমে থাকবে। পরিস্থিতি নজরে রাখছেন ফিরহাদ হাকিম। ইতিমধ্যে রেড রোডে বিশাল গাছের ডাল পড়েছে।