বাংলায় এবার সাইক্লোন 'রেমাল'! কবে, কোথায় আছড়ে পড়বে?

সাইক্লোনের গতিপথ এবং শক্তি সম্পর্কে আপডেট।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
tamilnadu cyclone.jpg

নিজস্ব সংবাদদাতা: তীব্র গরম থেকে একটু স্বস্তি মিলতে না মিলতেই আকাশে আশঙ্কার মেঘ। ২০২০ সালের ২০ মে সাইক্লোন আমফান আছড়ে পড়ে দক্ষিণবঙ্গে। এবার মে মাসের শেষের দিকে আরো এক ঘূর্ণিঝড় হানা দিতে পারে। এই মাসের শেষ সপ্তাহের দিকে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে একটি বিরাট ঘূর্ণিঝড় আসতে চলেছে যার প্রভাব উপকূলবর্তী জেলায় পড়তে পারে। নাম সাইক্লোন রেমাল।

cyclone 1 .jpg

২০ মে নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হলে ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে গিয়ে শক্তি বৃদ্ধি করবে। ২৪ মে সাইক্লোনের রূপ নিতে পারে। 

১২

Add 1