রাত পোহালেই শুরু খেলা! ঠিক কতদূরে সাইক্লোন রেমাল?

সাইক্লোন রেমাল নিয়ে জরুরি আপডেট।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
dxsadsa

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে যে সমুদ্রের উপর দিয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোচ্ছে নিম্নচাপ৷ গত ৬ ঘণ্টায় ১৬ কিমি/ ঘণ্টা গতিতে এগিয়েছে সেই নিম্নচাপ৷২৫ তারিখ সকালে সাইক্লোন রেমালে পরিণত হয়ে যাবে৷ নিম্নচাপটি খেপুপাড়া থেকে ৭০০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে, সাগরদ্বীপ থেকে ৬৬০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে এবং ক্যানিংয়ের ৭১০ কিমি দক্ষিণে এখন অবস্থান করছে নিম্নচাপটি৷  

cyclone 1 .jpg

২৫ ও ২৬ তারিখ পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওড়িশার উত্তর উপকূলে প্রবল ভারী বৃষ্টির আশঙ্কা। ২৬ মে পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলি প্রবল বৃষ্টি হতে পারে।

cycloneee.jpg

 tamacha4.jpeg