Cyclone Midhili: রক্ষা পেল বাংলা, স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর

আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মিধিলির জেরে বাংলার উপর কোনও বড়সড় দুর্যোগের আশঙ্কা নেই।

author-image
Aniruddha Chakraborty
New Update
cyclone 1 .jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ বাংলার কৃষকদের জন্য বড় স্বস্তির বার্তা আনল আবহাওয়া দফতর। আর দুর্যোগের আশঙ্কা নেই বাংলায়। ভারী বৃষ্টির সতর্কতা তুলে নিল আবহাওয়া দফতর। কারণ, বাংলাদেশের পথেই এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় মিধিলি। আজ রাতে আছড়ে পড়বে খেপুপাড়া উপকূলে। বাংলার উপকূলে ঝোড়ো হাওয়ার গতি ক্রমশ কমবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, নদিয়া ও মুর্শিদাবা- এই ছয় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে আবার রোদ উঠে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। একইসঙ্গে কমবে রাতের তাপমাত্রাও। তবে সোমবার, মঙ্গলবার নতুন করে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।

hire