নিজস্ব সংবাদদাতা: সাগরে ইতি মধ্যেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ডানা। রাত পোহালেই বঙ্গোপসাগরে দানা বাঁধবে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। মঙ্গলবার সকালে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। তা আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা।
হাওয়া অফিস বলছে যে ঘূর্ণিঝড় 'ডানা'র বেগ থাকতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। এদিকে আবার এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি।
ঝড়ের বেগ ঘণ্টায় ২২২ কিমি বা তার বেশি হলে তা সুপার সাইক্লোন। ঝড়ের বেগ ঘণ্টায় ১৬৭-২২১ কিমি হলে তা এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন। ঝড়ের বেগ ঘণ্টায় ১১৮-১৬৬ কিমি হলে সেটা হল সিভিয়ার সাইক্লোন। ঝড়ের বেগ ঘণ্টায় ৮৯ থেকে ১১৭ কিমি হলেসেটা হল ভেরি সিভিয়ার সাইক্লোন। ঝড়ের বেগ ঘণ্টায় ৮৯-১১৬ কিমি হলে তা সিভিয়ার সাইক্লোন। ঝড়ের বেগ ঘণ্টায় ৬২-৮৮ কিমি হলে তা হল ঘূর্ণিঝড়। এই হিসেবে দানা হল সিভিয়ার সাইক্লোন।
হাওয়া অফিস জানিয়েছে, এই ঘূর্নিঝড়ের সম্ভাব্য প্রভাব পড়তে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়।